Site icon janatar kalam

বৈরীদের গুলিতে নিহত বিএসএফ জোওয়ান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
নিষিদ্ধ এন এল এফ টি বিএম জঙ্গি গুষ্টির গুলিতে মৃত্যু এক বিএসএফ জোওয়ান। মৃত জোওয়ানের নাম গিরিশ কুমার যাদব। বিএসএফের ১৪৯ ব্যাটেলিয়ানের হেড কনস্টেবল ছিলেন তিনি। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে উত্তর ত্রিপুরা জেলার আনন্দবাজার থানাধীন দামছড়ার ত্রিপুরা মিজোরাম বাংলাদেশ সীমান্তের সীমানাপুর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় সীমানাপুর বিওপির একদিকে বাংলাদেশ, অপরদিকে মিজোরাম ও ভারত সীমান্ত রয়েছে। শুক্রবার সকালে বিএসএফ জোয়ানরা ডিউটিরত অবস্থা ছিলেন এই সীমান্তে। ঠিক তখনই বাংলাদেশের চট্টগ্রাম পাহাড় থেকে অতর্কিতে গুলি ছোড়ে জঙ্গিরা। বিএসএফ জওয়ানো পাল্টা জবাব দেয়।আর এই গুলির  লড়াইয়ে একাধিক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন গিরিশ। সঙ্গে সঙ্গে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হেলিকপ্টারে নিয়ে আসা হয় আগরতলা জিবি হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি এর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বিএসএফের হেড কনস্টেবল গিরিশ কুমার যাদব।বৈরীদের গুলিতে নিহত জোয়ানের বাড়ি মধ্যপ্রদেশের মান্ডলা এলাকায়। সামনেই রাজ্যের বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে ঠিক প্রাক মুহূর্তে পাহাড়ে জঙ্গিদের অস্ত্রের জলকানিকে ঘিরে স্বাভাবিকভাবেই নতুন করে আতঙ্ক দেখা দেয় এখন রাজ্যবাসীর মনে।

Exit mobile version