জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- ফের বন দস্যুদের বন নিধনের যজ্ঞে বন দপ্তরের থাবা । বন দস্যু আটক করতে সক্ষম না হলেও বহু মূল্যবান বনজ সম্পদ আটক করতে সক্ষম হলো তেলিয়ামুড়া বন দপ্তরের আধিকারিক । উল্লেখ্য, বন দপ্তরের অভিযানে আটক করা হয় গাড়ি বুঝাই সর্ব মোট ৫ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ চেরাই কাঠ । ঘটনা তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন বড়মুড়া পাহাড়ের পাদদেশে হাওয়াই বাড়ির থাংনাই বাজার সংলগ্ন এলাকার গভীর জঙ্গলে । ঘটনার বিবরণে জানা যায়, গোপন সূত্র মারফত তেলিয়ামুড়া বন দপ্তরের আধিকারিকদের কাছে একটি খবর আসে বড়মুড়া পাহাড়ের পাদদেশ তথা হাওয়াই বাড়ির থাংনাই বাজার সংলগ্ন গভীর জঙ্গল থেকে মালবাহী একটি “BOLERO” ট্রাক যার নম্বর TR 06 A 1646 গাড়ি করে বনের বহু মূল্যবান সম্পদ তথা অবৈধ চেরাই কাঠ পাচার করা হবে । আর সেই গোপন খবরের ভিত্তিতেই তেলিয়ামুড়া বন দপ্তরের আধিকারিকেরা দফায় দফায় হাওয়াই বাড়ির নাকা পয়েন্ট সংলগ্ন থাংনাই বাজারের গোটা এলাকায় ওত পেতে বসে থাকে । আর এতেই বন দপ্তরের হাতে আসে বিরাট সাফল্য । হঠাৎ লক্ষণীয়ঃ বিকাল নাগাদ বনের বহু মূল্যবান চেরাই কাঠ বুঝাই TR 06 A 1646 নম্বরের একটি পণ্যবাহী “BOLERO” গাড়ি তীব্র গতিতে বড়মুড়া পাহাড়ের দিকে অভিমুখ হচ্ছিল । আর ঠিক এমন সময়েই গাড়িটির সামনে দাঁড়িয়ে গাড়িটিকে থামাতে সিগন্যাল দেওয়া মাত্রই গাড়ির চালক ও বাকি সঙ্গী বিশিষ্ট বন দস্যুরা গাড়িটি ছেড়ে গভীর জঙ্গলমুখী হয়ে পালিয়ে যায় । শুরু হয় বন দস্যুদের পেছন পেছন বন দপ্তরের আধিকারিকদের দৌড়ঝাঁপ । কিন্তু এতেও বন দস্যুদের টিকির নাগাল পাওয়া সম্ভবপর হলো না বন দপ্তরের আধিকারিকদের । পরবর্তীতে বন দপ্তরের আধিকারিকেরা গাড়ি বুঝাই অবৈধ চেরাই কাঠ তথা বহু মূল্যবান বনজ সম্পদ সমেত গাড়িটিকে আটক করে তেলিয়ামুড়ার গামাইবাড়ির বন দপ্তরের অফিসে নিয়ে আসে । পরবর্তীতে এই দিকে আবার বন দপ্তর সূত্রে জানা গেছে, আটককৃত গাড়িটি থেকে উদ্ধার করা হয়েছে ৩৫ ফুট বহু মূল্যবান বনের অবৈধ চেরাই কাঠ । যার বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা হবে বলে প্রাথমিকভাবে অনুমান । তবে গাড়ি সমেত বাজার মূল্য হবে আনুমানিক ৫ লক্ষাধিক টাকা ধরে নেওয়া হচ্ছে । তবে বন দস্যুদের হাত থেকে বহু মূল্যবান বনজ সম্পদ’কে রক্ষা করতে বন দপ্তরের আধিকারিকদের এই রকম দিন ও রাতভর অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় বন দপ্তরের এক উচ্চ পদস্থ আধিকারিক।