Site icon janatar kalam

সাত সকালে শহরে ছুরি দেখিয়ে ছিনতাই

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বৃহস্পতিবার সাত সকালে ফের আরো একবার দুঃসাহসিক ছিনতাই এর ঘটনা সংঘটিত হয় রাজধানীর বুকে। এবারের ঘটনা শহরের কৃষ্ণনগর এলাকায়। এলাকার গৃহবধূ বাবলি দেববর্মা সকালে বাড়ি থেকে প্রাতঃভ্রমণে বের হয়ে পূজোর জন্য ফুল সংগ্রহ করতে গেলে ব্যস্ততম সড়কেই তিন ছিনতাইবাজ ধারালো অস্ত্র দেখিয়ে ছিনিয়ে নেয় স্বর্ণালংকার সহ মোবাইল ফোন। পরে তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এনিয়ে গৃহবধূ পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেন। সাত সকালে গৃহবধূ ছিনতাই কারীদের খপ্পরে পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই গোটা এলাকায় আতঙ্ক দেখা দেয়। এখন দেখার বিষয় পুলিশ ছিনতাইকারীদের জালে তুলতে সক্ষম হয় কিনা।

Exit mobile version