জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ইয়াবা ট্যাবলেট সহ আটক আসামের করিমগঞ্জের 30 বছর বয়সী এক যুবককে। তার নাম আবুল হোসেন। সে করিমগঞ্জের রাতাবাড়ি এলাকার বাসিন্দা। সে আগরতলা থেকে ট্রেনে ধর্মনগর আসে এবং সেখান থেকে অটো করে কদমতলার উদ্দেশ্যে যাওয়ার সময় নতুনবাজার এলাকায় পুলিশের হাতে প্রচুর নেশা সামগ্রীসহ ধরা পড়ে। পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে আগে থেকেই এই কুখ্যাত নেশা কারবারির আসার খবর ছিল। সেইমতো পুলিশ নতুন বাজার এলাকায় ওত পেতে থাকে। সময় মত আবুল এসে পৌঁছাতেই পুলিশ তাকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট। কদমতলা থানার পুলিশ আধিকারিক জানান উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট-এর বাজার মূল্য 2 লক্ষ টাকার মত হবে।