জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-অতিরিক্ত ড্রাগস নেওয়ার ফলে গাড়ির মধ্যেই মৃত্যু হয় এক যুবকের। মৃত যুবকের নাম মোঃ এরশাদ আলী। ঘটনা জিরানিয়া মাধব বাড়ি সংলগ্ন এলাকায়। জানা যায় মৃত যুবক ড্রাগসহ বিভিন্ন ধরনের নেশার সঙ্গে জড়িয়ে পড়ে বেশ কয়েক বছর যাবৎ। পরিবারের লোকজন এই পথ থেকে তাকে ফিরিয়ে আনার জন্য বহু চেষ্টা করলেও সফল হয়নি। পেশায় গাড়ির চালক এরশাদ অন্যান্য দিনের মতো শনিবার রাতেও মাত্রাতিরিক্ত ড্রাগস নেয়। আর এতেই গাড়িতে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। গাড়িতে মৃতদেহের পাশে করেছিল সিরিঞ্জ ও ড্রাগসের কৌটা। জিরানিয়া এলাকার বাসিন্দা এরশাদের বাড়িতে রবিবার সকালে এই খবর পৌঁছালে ছুটে আসেন পরিবারের লোকজনরা। সেখানে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে মৃত যুবকের স্ত্রী সহ রয়েছে দুটি সন্তান। তার বয়স ৩৬ বছর। পরে মৃতদেহ ময়না তদন্তের শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। অতিরিক্ত ড্রাগস নেওয়ার ফলে এরশাদের মৃত্যু হয় বলে জানালেন তার ছোট ভাই।