জনতার কলম ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি :-পনেরো বছরের নাবালিকাকে গ্যাং রেপের মতো চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হল উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার ত্রিপুরা অসম সীমান্তের কালা গাঙ্গের পাড় গ্রামে। অভিযুক্ত চার যুবক ছালিম উদ্দিন, নাজিম উদ্দীন , মিছবাহুর রহমান ওরফে পচা এবং আলিম উদ্দিন। এদের সকলের বাড়ি কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডে। শুক্রবার সন্ধ্যা নাগাদ নবম শ্রেণিতে পড়ুয়া পনেরো বছরের এক নাবালিকা প্রাইভেট টিউশন শেষে বাড়ি ফিরছিল। ওই সময় এই চার লম্পট একটি অটো গাড়ি নিয়ে তার পিছু নেয়। কিছুদুর যাওয়ার পর তাকে বলপূর্বক তুলে নিয়ে নির্জন বিস্তর বাড়ি এলাকার একটি জঙ্গলে উপর্যুপরি গনধর্ষন চালায় ঐ চার যুবক। রাত দশটা পর্যন্ত মেয়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়…অবশেষে রফিক উদ্দিন নামের জনৈক ব্যাক্তি ঐ নাবালিকা মেয়েটিকে একটি কৃষি জমির পাশে বসে কাঁদতে দেখে পরিবারের লোকজনদের খবর দেয়।বাড়ির লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়..তাকে পাঠানো হয় হাসপাতালে। পাশাপাশি কদমতলা থানায় নাবালিকার তরফে চার অভিযুক্ত যুবকের নামে একটি গনধর্ষনের মামলা রুজু করা হয়। ঘটনার খবর পেয়ে এদিন রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা। রাত দুটো নাগাদ চার অভিযুক্তের মধ্যে দুজন নাবালককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।