Site icon janatar kalam

দুই পরিবারের মধ্যে সংঘর্ষ ঘিরে নাবালিকাকে নির্যাতনের চেষ্টা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-সামান্য বিড়াল সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর টি এস আর ক্যাম্প সংলগ্ন এলাকায়। জানা যায় এদিন রাতে গোকুল নগর টি এস আর ক্যাম্প সংলগ্ন এলাকার বিশ্বজিৎ সরকারের বাড়ির একটি বিড়াল পাশের বাড়ির নন্দন মোদকের দোকানের সামনে চলে যায়… আর এই ইস্যু নিয়ে পরবর্তী সময় শুক্রবার রাতেই নন্দনএবং তার স্ত্রী, কানন মোদক সহ পরিবারের অন্যান্যরা বিশ্বজিৎ সরকারের বাড়িতে এসে বাড়ির সকলকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এদিকে আক্রান্ত বিশ্বজিৎ সরকার এবংতার স্ত্রীর অভিযোগ তাদের মেয়ের জামা ছিঁড়ে তার উপর নির্যাতন করার চেষ্টা করেছে নন্দন .. বেধড়ক মারধরের ফলে গুরুতর আহত হয় বিশ্বজিৎ সরকার সহ তার পরিবারের অন্যান্যরা। বিশ্বজিৎ সরকারের মেয়ের অবস্থা বেশি গুরুতর হওয়ায় বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসক তাকে হাপানিয়া হাসপাতালে রেফার করে। এ নিয়ে থানায় মামলা করা হবে বলে জানান বিশ্বজিতের স্ত্রী অসীমা…

Exit mobile version