Site icon janatar kalam

বহির রাজ্যের চার নাবালিকা আটক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজধানী আগরতলায় ম্যাজিক বুক দেখিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে অর্থ আদায় করার অভিযোগে এবার ধরা পরল সদূর রাজস্থানের চার নাবালিকা। ঘটনা বৃহস্পতিবার আগরতলা গাঙ্গাইল রোড ফরেস্ট চৌমুহনী সংলগ্ন এলাকায়। অভিযোগ বহির রাজ্যের চার নাবালিকা এই এলাকায় মেজিক বুক দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ১০০,৫০০,১০০০ টাকা নিচ্ছে। যারা টাকা দিতে অনিহা প্রকাশ করছেন তাদের প্রতি এই চার নাবালিকা অশালীন ব্যবহার করছেন বলেও অভিযোগ। বিষয়টিকে সন্দেহ দেখা দেওয়ায় পথ চলতি সচেতন নাগরিকরা তাদের আটক করে বটতলা পুলিশ ফাঁড়িতে। যদিও মেয়েগুলোর অভিযোগ যে তারা কুড়ি টাকা, ৫০ টাকা যে যেমন ভাবে দেয়, তাই নিয়ে থাকে। অভিযুক্তরা যেহেতু নাবালিকা তাই খবর দেওয়া হয় পশ্চিম মহিলা থানায়। অনেকটা দেরিতে মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে চার নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাজস্থানের চার নাবালিকা ম্যাজিক বুক দেখিয়ে সাধারণ নাগরিকদের কাছ থেকে টাকা আদায়ের ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য দেখা দেয়।

Exit mobile version