Site icon janatar kalam

হেনস্তার শিকার তিন পর্যটক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্যে ঘুরতে এসে আবারো হুমকির সম্মুখীন হলেন পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের তিন পর্যটক। আর এই হুমকির জেরে আতঙ্কগ্রস্থ হয়ে শেষ পর্যন্ত তিন পর্যটক দারস্ত হলেন পশ্চিম থানার। জানা যায় বৈধ ভিসা নিয়ে আগরতলায় ঘুরতে আসেন বাংলাদেশের সাংবাদিক আব্দুল মোমিন বাবুল সহ আরো তিনজন। বুধবার আখাউড়া চেকপোস্ট হয়ে আগরতলায় আসে একটি হোটেলে উঠেন তারা। আর সেই হোটেলেই হরেন্দ্র দাস নামে এক ব্যক্তি তাদের সাথে আলাপচারিতায় দাবী জানান বাংলাদেশে ধরা পড়া তার কিছু সামগ্রী উদ্ধার করে দেওয়ার। তারা এতে অক্ষমতা প্রকাশ করলে হরেন্দ্র পরবর্তী সময়ে আরো কয়েকজনকে সাথে নিয়ে এসে তাদেরকে নানা ধরনের হুমকি দেয় বলে অভিযোগ। এতে আতঙ্কগ্রস্ত আব্দুল মমিন সহ বাংলাদেশের এই তিন পর্যটক নিরুপায় হয়ে বৃহস্পতিবার দারস্ত হন পশ্চিম থানায়। রাজ্যে ঘুরতে আসা বহিঃ রাষ্ট্রের তিন পর্যটক মানসিক দিক দিয়ে হেনস্থা হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। পুলিশ অভিযুক্তির বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার বিষয়।

Exit mobile version