Site icon janatar kalam

মর্মান্তিক মৃত্যু শ্রমিকের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম তপন দাস। বয়স ৪৫ বছর। বাড়ি আমতলী বৈষ্ণব পিল এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় সোমবার রাতে আগরতলা শহরতলির সিনাইহানি এলাকায় ভিআইপি রোডের পাশে আজাদীকা অমৃত মহোৎসবের ফ্লেক্স লাগানোর কাজ চলছিল। ঠিকেদারের তত্ত্বাবধানে চলা এই কাজে নিযুক্ত ছিলেন বৈষ্ণবটিলা এলাকার শ্রমিক তপন দাস। কাজ চলাকালীন সময় আচমকা উপর থেকে পা ফসকে পড়ে যান তপন। সঙ্গে সঙ্গে তাকে তার সহকর্মীরা উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মর্মান্তিক এই ঘটনার খবর মঙ্গলবার সকালে পরিবারের লোকজন পেয়ে ছুটে আসেন জি বি হাসপাতালে। তপনের এই মৃত্যু পরিবারে লোকজন কিছুতেই মেনে নিতে পারছেন না। তাদের অভিযোগ তপনকে হত্যা করা হয়েছে। তাই এই ঘটনার সঠিক তদন্ত দাবি করছেন পরিবারের লোকজন। এদিকে মৃতদেহ ময়নাতদন্তের শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। মৃত তপনের পরিবার রয়েছে স্ত্রী সহ এক ছেলে ও মেয়ে। তার এই মৃত্যুতে গোটা আমতলী বৈষ্ণবটিলা এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Exit mobile version