জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-নিজ ঘরে সত্তরোর্দ্ধ এক বৃদ্ধা মহিলার মৃতদেহ উদ্ধার। মৃত মহিলার নাম লক্ষী গোয়াল। ঘটনা খোয়াই পহরমূরা এলাকায় খোয়ায় আগরতলা সড়কের পাশে। এলাকাবাসীর আশঙ্কা বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করে শ্বাসরুদ্ধ ভাবে খুন করা হয়েছে।জানা যায়, খোয়াই আগরতলা সড়কের পাশে ছোট্ট একটি কুঁড়েঘরে বৃদ্ধ মহিলা একাই বাস করত।প্রতিবেশী এক মহিলা রবিবার সকাল ৯ টা নাগাদ বৃদ্ধ মহিলা বাড়ীতে গিয়ে দেখতে পায় বৃদ্ধ মহিলার ঘরের দরজা বন্ধ থাকায় প্রতিবেশীর সন্দেহ হয়। প্রতিবেশী মহিলা অন্যান্য প্রতিবেশীদের খবর দেয়। প্রতিবেশীরা ছুটে এসে বৃদ্ধা মহিলা ঘরের দরজা ফাঁক করে দেখতে পায় বৃদ্ধা নিজ ঘরের বিছানায় উলঙ্গ অবস্থায় পড়ে রয়েছে। মুখের মধ্যে রক্তের ছাপ রয়েছে। পরে খোয়াই থানার পুলিশ ডগ স্কোয়ার্ড ও ফরেন্সিক টিমকে খবর দিয়ে ঘটনাস্থলে নিয়ে আসে। প্রাথমিক তদন্তের শেষে মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।