Site icon janatar kalam

ভাইকে হত্যার চেষ্টার অপরাধে কারাদণ্ড

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-নিজের ভাইকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টার অপরাধে বুধবার বিশালগড় আদালত আসামি ননী গোপাল নম: কে ১০ বছরের কারাদণ্ড এর আদেশ দেয়। মামলার সরকারি আইনজীবী জ্যোতিপ্রকাশ সাহা জানান ২০১৬ সালের ৭ ই আগস্ট বিশালগড় থানার অন্তর্গত নম পাড়া এলাকার বাসিন্দা ননী গোপাল নম তার ভাই সুকান্ত নমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার চেষ্টা করে। পরবর্তী সময় ননী গোপাল নম এর বিরুদ্ধে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ ছয় বছর পর অবশেষে বুধবার দুপুরে আসামি ননী গোপাল নম কে বিশালগড় আদালতের বিচারপতি অসিত দেবনাথ দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ নং ধারায় ১০ বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা, 326 নং ধারায় ১০ বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা এবং ৪৪৮ নং ধারায় ছয় মাসের কারাদণ্ড, জরিমানা অনাদায়ে অতিরিক্ত তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়।

Exit mobile version