জনতার কলম ত্রিপুরা উদয়পুর প্রতিনিধি :-নেশাখোর ছেলের হাতে প্রহার জন্মদাত্রী মা সুমিত্রা দাস । রাধাকিশোর পুর থানায় মামলা করতে এসে ঘটনা প্রকাশ্যে উঠে এল। জানা যায় প্রতিদিনই সে নেশাকরার জন্য সুমিত্রাদেবীর কাছে টাকা চায়। আজকেও সেই একই কায়দায় টাকা চাইলে সুমিত্রা দেবী না টাকা না দিলেই সে উদ্যত হয়ে হামলে পড়ে জন্মদাত্রীর উপর।প্রায়শই এভাবে মা বাবা কে মারধোর টাকার জন্যে। মুলত জানা যায় নেশার সাথে সে যুক্ত।গাজার নেশায় তেও রত গুনধর ২৮ বছরের বেকার যুবক গোপাল দাস। বাধ্য হয়েই অসহায় মা বাবা রাধাকিশোরপুর থানার দ্বারস্থ ছেলেকে যেন শাস্তি দেওয়া হয় জানালেন জন্মদাত্রী।