জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-অন্ধকারে রাজ্য। বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল সদর জেলা কংগ্রেসের। ঘূর্ণিঝড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে গাছ। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি।অভিযোগ রাজ্যের প্রায় সর্বত্র মুখ থুবড়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ পরিষেবায় অন্ধকারাচ্ছন্ন রাজ্য”।
নাজেহাল জনজীবন। এর প্রতিবাদ জানিয়ে বুধবার আগরতলা শহরে আন্দোলনে নামলেন কংগ্রেস কর্মীরা। সদর জেলা কংগ্রেসের তরফে আগরতলায় হয় বিক্ষোভ মিছিল। বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করে।প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে বের হয় মিছিল।
শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ভুতুরিয়া বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ের সামনে আসেন তারা। সেখানে বিক্ষোভে শামিল হন। উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী, যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা, মুখপাত্র সহ অন্যরা। বিক্ষোভ স্থল থেকে পরে এক প্রতিনিধি দল বিদ্যুৎ নিগম অফিসে ডেপুটেশন দেন।