Site icon janatar kalam

অন্তিম ম্যাচ খেলতে শুক্রবার মাঠে নামছে ত্রিপুরা বনাম রেলওয়ে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রঞ্জি ট্রফি ২০২৩-২৪ মরশুমের অন্তিম ম্যাচ খেলতে শুক্রবার মাঠে নামছে ত্রিপুরা বনাম রেলওয়ে। তার আগে আগরতলা এমবিবি স্টেডিয়ামে চলছে উভয় দলের প্রস্তুতি। অনুশীলনে কেউ ঘামতি রাখতে চাইছে না। দেখার বিষয় অন্তিম ম্যাচে জয়ের হাসি কে হাসবে। জয় সম্পর্কে নিশ্চিত দুই দল। তবে খেলাতে হার-জিত কিন্তু থেকেই যাচ্ছে।

 

 

 

Exit mobile version