Site icon janatar kalam

তিথি অনুযায়ী শুক্রবার দেবী মনসার আরাধনায় ব্রতী হলেন ভক্তবৃন্দরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তিথি অনুযায়ী শুক্রবার দেবী মনসার আরাধনায় ব্রতী হলেন ভক্তবৃন্দরা। আষাঢ় মাসের পূর্ণিমার পর যে পঞ্চমী তিথি তাকে নাগপঞ্চমী বলে। আর এই তিথিতেই পুজিত হন দেবী মনসা। মা মনসা হলেন একজন লৌকিক হিন্দু দেবী। দেবী ভাগবত ও পদ্মাপুরাণ সহ আরো অনেক পুরানে দেবী মনসার উল্লেখ পাওয়া যায়। মূলত সর্প দংশনের হাত থেকে রক্ষা পেতে, সর্প দংশনের প্রতিকার পেতে, প্রজনন ও ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে মনসার পূজো করা হয়। মা মনসা বিষহরি,নিত্যা ও পদ্মাবতী নামেও পরিচিত। মা মনসা পুজোর আয়োজন করতে গিয়ে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ জনগণের কিছুটা অসুবিধা হলেও নিজ সাধ্য অনুযায়ী এবছর পুজোর আয়োজন করেছেন ভক্তরা।

Exit mobile version