জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কাজ বন্ধ রেখে ধর্মঘটে বসেছে জেলা হাসপাতালের সাফাই কর্মীরা। অভিযোগ গত ৮ মাস ধরে সাফাই কাজ করে বেতন পাচ্ছে না কর্মীরা। প্রসঙ্গত বেসরকারি একটি কোম্পানি শান্তিরবাজারস্থিত দক্ষিণ জেলা হাসপাতাল সাফাইয়ের জন্য ২৫ জন মহিলা পুরুষ কর্মী নিয়োগ করেছিল। নিয়োগের পর থেকে নিয়মিত বেতন দিচ্ছে না। এছাড়াও তাদের নেই কোন নির্দিষ্ট পরিচয়পত্র। কে এই কোম্পানির মালিক কাদের আন্ডারে কাজ করছে কিছুই জানতে পারে না শ্রমিকরা। মাত্র সাত হাজার টাকা মাস মাইনের জন্য কাজ করছে শ্রমিকরা। বর্তমানে তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত কোম্পানির মালিক এসে স্বয়ং তাদের সঙ্গে কথাবার্তা না বলে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মবিরতি ধর্মঘট চলতে থাকবে। এদিকে বেলা যত বাড়ছে হাসপাতালে রুমগুলি পুঁথি গন্ধময় হয়ে উঠছে। রীতিমতো রোগী ও রোগীর আত্মীয় পরিজনরা মুখে রুমাল দিয়ে চলতে হচ্ছে। খবর পেয়ে হাসপাতালে দ্রুত ছুটে এসেছেন দক্ষিণ জেলা হাসপাতালের মেডিকেল সুপার জে এস রিয়াং । মেডিকেল সুপার সাফাই কর্মীদের কাজে যোগদান করার জন্য অনুরোধ করার পাশাপাশি তাদের এই সমস্যাগুলি দ্রুত সমাধান করার জন্য আশ্বাস দেন। তারপরেও কর্মবিরতি চালিয়ে যান দক্ষিণ জেলা হাসপাতালের সাফাই কর্মীরা।