জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার ভোরে বেলোনিয়া থানাধীন পাইখোলা–বালুটিলা সংযোগ সড়কে একটি অটোরিকশার ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। উদ্ধার হওয়া অটোরিকশাটির রেজিস্ট্রেশন নম্বর TR 08 A 2655। পরে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে হেজন দেবনাথ হিসেবে।
স্থানীয় পথচারীরা রাস্তার পাশে দাঁড়ানো অটোরিকশার ভেতরে নিথর দেহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বেলোনিয়া থানার সাব-ইন্সপেক্টর রাহুল জামাতিয়া তাঁর দলবল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।
এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দলও ঘটনাস্থলে পৌঁছে তদন্তে সহযোগিতা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর কারণ এবং ঘটনার প্রকৃত রহস্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

