জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অগ্নিদগ্ধা নাবালিকা গৃহবধূ চিকিৎসার আরজি জানাতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে শুয়ে পড়লো। জানা গেছে গত আড়াই বছর আগে আগরতলা মধ্য প্রতাপগড় মিউ জুয়েল ক্লাব এলাকার এক নাবালিকা মেয়ে খোয়াই জেলার কল্যাণপুর থানার অন্তর্গত দাওছড়া এলাকার নবদুলাল দেবনাথ এর ছেলে বিকাশ দেবনাথ এর সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে।
বিয়ের কিছুদিন ভালো কাটলেও বিকাশ দেবনাথ ওই নাবালিকা গৃহবধূর উপর শুরু করে শারীরিক ও মানসিক নির্যাতন। তারপর তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয় আর কন্যা সন্তান জন্মবার পর অর্থাৎ গত বছর বিকাশ দেবনাথ ওই নাবালিকা গৃহবধুর শরীরে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে। পরে ভাগ্য গুনে ওই নাবালিকা গৃহবধূ প্রাণে বেঁচে যায় এবং নাবালিকার গৃহবধূকে তার বাবার বাড়িতে নিয়ে আসে।
কিন্তু অর্থের অভাবে নাবালিকা গৃহবধুর বাবা তার নিজের অগ্নিদগ্ধা মেয়েকে চিকিৎসা করাতে পারছিল না। এরই মধ্যে গত কয়েকদিন আগে নাবালিকা গৃহবধুর বাবা অভিযুক্ত বিকাশ দেবনাথ এর বিরুদ্ধে কল্যাণপুর থানায় লিখিত আকারে মামলা দায়ের করে। এদিকে নাবালিকা গৃহবধূর বাবা অর্থের অভাবে তার মেয়েকে এক বছর ধরে চিকিৎসা না করানোর ফলে নাবালিকা গৃহবধুর একটি পা মারাত্মক আকার ধারণ করেছে।
তাই আর কোন উপায় না পেয়ে অগ্নিদগ্ধা গৃহবধূকে নিয়ে তার বাবা-মা বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মী নারায়ণ বাড়ি রোডস্থিত মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে তার চিকিৎসার আরজি জানাতে অসুস্থ নাবালিকা গৃহবধূটি শুয়ে পড়ে। তখন এই অবস্থা দেখে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও টি এস আর জওয়ানরা এগিয়ে আসেন। ছুটে আসেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি।
পুলিশের এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে অগ্নিদগ্ধা নাবালিকা গৃহবধূটি তার সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাটি জানাতে গিয়ে চোখের জল ফেলতে ফেলতে বলেছে তার বাবা অর্থের অভাবে গত এক বছর ধরে তার চিকিৎসা করাতে পারছে না যার ফলে সে এখন বিছানায় শয্যাশায়ী তাই সে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তার চিকিৎসার আর্জি জানাতে এসেছে। মুখ্যমন্ত্রীর কাছে চোখের জল ফেলতে ফেলতে নাবালিকা গৃহবধূটি তার চিকিৎসার আর্জি জানিয়েছে।
পরে পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জী অসুস্থ নাবালিকা গৃহবধূটিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তাকে হাসপাতালে পাঠানোর কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী দিল্লি থেকে ওনার বাড়িতে আসেন এবং ঘটনাটি জানতে পারেন। যতদূর জানা গেছে এই ঘটনাটি জানা মাত্রই মুখ্যমন্ত্রী নাবালিকা মেয়েটির সঠিক চিকিৎসা সহ অভিযুক্ত বিকাশ দেবনাথ এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।