৯ দফা দাবী আদায়ের লক্ষ্যে মিছিল ও পথ সভা সংগঠিত করলো সিপিআইএম
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- সাব্রুম সিপিআইএম এর বিভাগীয় কমিটির উদ্যোগে ৩৯ মনু বিধানসভা কেন্দ্রে সোনাইছড়ি তে ৯ দফা দাবী আদায়ের লক্ষ্যে মিছিল ও পথ সভা সংগঠিত করা হয়। সোনাই ছড়ি সিপিআই এম এর আঞ্চলিক অফিস থেকে মিছিল বেড় হয়ে সোনাই এর বিভিন্ন জনপদ পরিক্রমা করে রুপাইছড়ি বিডিও অফিসে মিলিত হয়।
সেখানে বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সম্পাদক অরুন ত্রিপুরা, প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী, যাদব দেববর্মা ও চিও রন্জন বসাক।এক প্রতিনিধি দল রুপাইছড়ি বিডিও এর নিকট ৯ দফার দাবীসনদ তুলে দেন। মূল দাবি ছিলো রেগার কাজ বছরে ২০০ দিন করা এবং মজুরী ৬০০ টাকা করা, কৃষকদের সারও বীজ প্রদান করা এবং মনুবনকুল আউট পোস্ট কে থানায় রুপান্তর করা।