জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৯ দফা দাবিতে শিক্ষাভবন অভিযান করল মিড ডে মিল কুক কাম হেল্পার ওয়েলফেয়ার ত্রিপুরা রাজ্য কমিটি। ৯ দফা দাবি নিয়ে শনিবার শিক্ষাভবন অভিযান করল মিড ডে মিল কুক কাম হেল্পার ওয়েলফেয়ার ত্রিপুরা রাজ্য কমিটির সদস্যরা। এদিন রাজধানী আগরতলার রবীন্দ্র ভবনের সামনে থেকে তাদের মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে অফিস লেন এলাকার শিক্ষা ভবনে গিয়ে শেষ হয়। শেখান থেকে সংগঠনের নেতৃত্বদের এক প্রতিনিধি দল অফিসে গিয়ে তাদের ৯ দফার দাবী সনদ তোলে দেন। দাবী গুলির মধ্যে অন্যতম কিছু হলো তাদের বেতন ভাতা বৃদ্ধি করা। এই সব কর্মীরা মাত্র ৩০ এবং ৫০টাকা করে মজুরি পাচ্ছেন। অভিলম্বে তা বাড়ানোর দাবী জানানো হয়। এদিনের এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সংগঠনের সদস্য সদস্যরা এসেছিলেন।