Site icon janatar kalam

৮ নং ওয়ার্ডের পক্ষ থেকে দুঃস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ

Oplus_131072

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্গা পূজাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক সংস্থা, সংগঠনের তরফে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হচ্ছে। আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে আগরতলা পুর নিগমের ৮ নং ওয়ার্ডের উদ্যোগে এলাকার দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এলাকার ৩০০ দুঃস্থ মহিলার হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৮ নং ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সেন সরকার সহ অন্যান্যরা। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান পুর নিগমের ৮ নং ওয়ার্ডে এই ধরনের সামাজিক কর্মসূচি সারা বছরই চলে। বিশেষ করে স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির সহ বিভিন্ন কর্মসূচি করা হয়। তারই অঙ্গ হিসাবে আসন্ন শারদ উৎসব উপলক্ষে এলাকার দুঃস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। নতুন বস্ত্র পেয়ে খুশি এলাকার মহিলারা।

 

 

Exit mobile version