Site icon janatar kalam

৮০ শতাংশ ছাত্র-ছাত্রী পরীক্ষায় ফেল হয়ে পাশ করানোর দাবিতে আন্দোলনে এমবিবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাত্রীরা 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পর এবার এমবিবি বিশ্ববিদ্যালয়। পরীক্ষায় অকৃতকার্যরা পাস করানোর দাবিতে আন্দোলনে শামিল। বিক্ষোভ এম বি বি বিশ্ববিদ্যালয়ের সামনে। সম্প্রতি এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ গুলির প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর দেখা যায় বেশিরভাগ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।

পরীক্ষায় অকৃতকার্য ছাত্র-ছাত্রীরা তাদের পরীক্ষায় পাশ করানোর দাবিতে আন্দোলনে সামিল হয় বৃহস্পতিবার। এদিন তারা এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-র সাথে সাক্ষাৎ করতে যায়। কিন্তু তাদেরকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তাই তারা এমবিবি বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধে সামিল হয়।

তারা জানায় দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষার প্রাক মুহূর্তে প্রথম সেমিস্টারের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রকাশের পর দেখা যায় ৮০ শতাংশ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। পড়ুয়াদের এ ধরণের দাবি নিয়ে উঠছে সংশ্লিষ্ট মহলে বিভিন্ন প্রশ্ন। প্রশ্ন উঠছে এ ধরণের দাবি কতটুকু যুক্তিযুক্ত।

 

 

Exit mobile version