জনতার কলম ওয়েবডেস্ক :- দেশের সড়ক পরিকাঠামো উন্নয়নে পরিবেশবান্ধব উদ্যোগের এক উজ্জ্বল উদাহরণ তুলে ধরলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকরি। আজ নয়াদিল্লিতে আয়োজিত “CII Conference on the Future of Smart Roads in India” অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, এখন পর্যন্ত ৮০ লক্ষ টনেরও বেশি বর্জ্য পদার্থ জাতীয় সড়ক নির্মাণে ব্যবহার করা হয়েছে।
মন্ত্রী জানান, পরিবহন খাতে ইথানল ও মিথানলের মতো জৈব জ্বালানি (biofuels) ব্যবহারের ফলে লজিস্টিক খরচ ইতিমধ্যেই ৫ থেকে ৬ শতাংশ পর্যন্ত কমে এসেছে, এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই খরচ এক অঙ্কে নামিয়ে আনা সম্ভব হবে।
গডকরি বলেন, লজিস্টিক খরচ কমলে দেশের বাণিজ্য বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠীর উন্নয়ন ঘটবে। একই সঙ্গে, বিকল্প জৈব জ্বালানির ব্যবহার পরিবেশ টেকসই করবে, দূষণ কমাবে এবং কৃষকদের জন্য নতুন বাজার তৈরি করবে, কারণ এতে কৃষিপণ্যের চাহিদা বাড়বে।
মন্ত্রী আরও বলেন, “ভাল পরিকাঠামোই দেশের মেরুদণ্ড।” টেকসই সড়ক উন্নয়নই হবে ২০২৭ সালের মধ্যে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গঠনের মূল চাবিকাঠি।

