জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার দেশের ৭৮তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে সারা দেশের সাথে রাজ্যেও রাজ্য সরকার ও বিভিন্ন সংস্থার উদ্যোগে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসাবে সকালে জাতীয় পতাকা উত্তোলন করল আগরতলা প্রেসক্লাব ।এদিন সকালে প্রেসক্লাব প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য।
উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে ,ক্লাবের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদ প্রতিনিধিরা। এই অনুষ্ঠান প্রসঙ্গে আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বলেন ,প্রতি বছরের মত এবারও স্বাধীনতা দিবস উদযাপন করল আগরতলা প্রেসক্লাব। একইসাথে এদিন আগরতলা প্রেসক্লাবের ৪০ তম বর্ষপূর্তি হল।
এই উপলক্ষে আগরতলা প্রেসক্লাবের সদস্য সদস্যাদের অভিনন্দন জানান তিনি। উল্লেখ্য প্রতিবছরের মতো স্বাধীনতা দিবস এবং ক্লাবের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এবারও প্রীতি সম্মিলনী এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে আগরতলা প্রেসক্লাব কর্তৃপক্ষ। সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন শিল্পীরা অংশগ্রহণ করবেন।