janatar kalam

৭৭তম প্রজাতন্ত্র দিবস: বিকশিত ভারত ও উন্নত ত্রিপুরার লক্ষ্যে রাজ্যপালের আহ্বান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- গাম্ভীর্য, মর্যাদা ও প্রবল দেশাত্মবোধের আবহে ত্রিপুরায় রাজ্যস্তরের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। আগরতলার আসাম রাইফেলস গ্রাউন্ডে অনুষ্ঠিত মূল রাজ্যস্তরের অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর উপস্থিত জনতার উদ্দেশে ভাষণ দিতে গিয়ে রাজ্যপাল ঐক্য, সম্প্রীতি ও সম্মিলিত দায়িত্ববোধের উপর গুরুত্ব আরোপ করেন। ‘বিকশিত ভারত’ ও ‘উন্নত ত্রিপুরা’ গঠনের লক্ষ্যে সকল নাগরিককে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। 

নিজের ভাষণে রাজ্যপাল দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদানকারী শহিদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, প্রজাতন্ত্র দিবস আমাদের সংবিধানপ্রদত্ত মূল্যবোধের স্মারক এবং গণতন্ত্র, সাম্য ও সামাজিক ন্যায়বিচার রক্ষার দায়িত্ব প্রতিটি নাগরিকের। 

আসাম রাইফেলস গ্রাউন্ডে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহাপরিচালক অনুরাগ ধাঙ্কর-সহ শীর্ষস্থানীয় বেসামরিক, পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা।

প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে গোটা ত্রিপুরা জুড়ে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর জাতীয় পতাকা ও আলোকসজ্জায় সুসজ্জিত হয়ে ওঠে, যা জাতীয় গৌরব ও উৎসবের আবহকে আরও উজ্জ্বল করে তোলে।

এই পবিত্র উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা আগরতলার এসপিএম লেনস্থিত তাঁর সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি সংবিধানের পবিত্র আদর্শ ও প্রজাতন্ত্রের চিরন্তন চেতনার প্রতি রাজ্য সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি রাজ্যের সকল মানুষকে ৭৭তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে ঐক্য, গণতন্ত্র ও উন্নয়নের পথে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ ভোর ৬টা ৩০ মিনিটে গান্ধীবেদি, গান্ধীঘাটে এবং সকাল ৭টায় লিচুবাগানের আলবার্ট এক্কা পার্কে অবস্থিত শহিদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকাল ৭টা ৩০ মিনিটে তিনি রাজধানী কমপ্লেক্সের সিভিল সেক্রেটারিয়েটে জাতীয় পতাকা উত্তোলন করেন।

এদিকে, প্রজাতন্ত্র দিবস উদযাপনের সাংস্কৃতিক পর্ব হিসেবে আজ সন্ধ্যা ৬টায় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের হল নম্বর ১-এ অনুষ্ঠিত রাজ্যস্তরের আদিবাসী লোকনৃত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার।

সব মিলিয়ে, ত্রিপুরায় ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন দেশাত্মবোধ, সংবিধানপ্রতি শ্রদ্ধা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অনন্য মেলবন্ধন হিসেবে রাজ্যের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও জাতীয় ঐক্যের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করল।

Exit mobile version