জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ১১ জানুয়ারি সোনামুড়া রাঙ্গামাটিয়ার কেন্দ্রীয় কৌমী মাদ্রাসায় ৭৫ তম বার্ষিক ওয়াজ মাহফিল ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দের সর্বোচ্চ পদাধিকারী মাওলানা মুফতি আবুল কাশিম নোমানী সাহেব। এদিন রাজ্য জমিয়তের কার্যকরী কমিটির বর্ধিত সভার পর এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছেন রাজ্য জমিয়ত উলমায়ে হিন্দের সভাপতি মুফতি তৈরয়ীবুর রহমান। সাংবাদিক সম্মেলনে তিনি আরো জানান রাজ্য জমিয়তের কার্যকরী কমিটির বর্ধিত সভায় বিভিন্ন বিষয় সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এরমধ্যে উল্লেখ্য হ্যালো নিখিল ভারত জমিয়ত উলামার সভাপতি পদের জন্য মাওলানা সৈয়ীদ আরশাদ মদনী সাহেবের নাম প্রস্তাব করা। এছাড়া এদিনের সভায় সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের নিকট বিভিন্ন দাবি বাস্তবায়নের অনুরোধ জানানো হয় ।এর মধ্যে ওয়াকফ সম্পত্তির যথাযথ রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন এবং বিভিন্ন মসজিদ কবরস্থানের স্থিতাবস্থা বহাল রাখা ,উচ্চ শিক্ষা ও কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারিত করা, নিয়োগ সংক্রান্ত কমিটিতে যোগ্য মুসলিম প্রতিনিধি রাখা ইত্যাদি।