জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অত্যন্ত স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে আগরতলা পুর নিগম। গত ৩৫ বছরে শহরের যা উন্নয়ন হয়নি গত দেড় বছরে সেই উন্নয়ন দেখতে পেয়েছে শহর এলাকার মানুষ। নিগম স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলেই দ্রুত উন্নয়ন ঘটতে চলেছে শহরের। আগামী পাঁচ বছরে গোটা আগরতলা শহরের চেহারা পাল্টে যাবে। নতুনরূপে চিহ্নিত হবে এই শহর। শনিবার নিগম এলাকার ১২ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন মেয়র দীপক মজুমদার। এদিন ১২ নম্বর ওয়ার্ডে ৭০ জন দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৭০ টি বিপিএল কার্ড। যার মাধ্যমে এই ৭০ টি পরিবার প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির ফ্রি রেশন পাবে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ড কর্পোরেটর সান্তনা সাহা, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মেয়র ইন কাউন্সিল হীরালাল দেবনাথ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।