জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পাঁচ বছর বয়সী অনসূয়া ঘোষের সামাজিক কাজ দেখে হতবাক সাধারণ মানুষ। অনসূয়া নিজের মাথা ন্যাড়া করে লম্বা চুল স্বেচ্ছায় দান করলেন এক ক্যান্সার আক্রান্ত মহিলাকে।ঘটনার বিবরণে জানা গেছে নাগপুর ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৫০ বছর বয়সী সংঘমিত্রা শালিগ্রাম মানে নামে এক মহিলা। যিনি ক্যান্সারে আক্রান্ত হওয়ায় থেরাপি দেওয়ার কারণে মাথার চুল উঠে গেছে।তাই তিনি পুনরায় মাথার চুল প্রতিস্থাপন করার জন্য আহ্বান রাখলে, ব্যাঙ্গালোরের এক প্রকৃতি সামাজিক সংস্থার নজরে আসে বিষয়টি। তখন এই সংস্থা বিষয়টি সামাজিক মাধ্যমে তুলে ধরলে, এর নজরে পড়ে আগরতলা বড়দোয়ালী নিবাসী অনিমেষ ঘোষ ও তার সহধর্মিনী সীমা চাকমার। অনিমেষ ও সীমার পাঁচ বছর বয়সী ছোট্ট কন্যা অনসূয়া ঘোষের মাথার চুল অনেকটাই বড় বয়সের তুলনায়। তাই অনসূয়া ঘোষের পরিবার সিদ্ধান্ত নেয় মেয়ের মাথার এই চুল স্বেচ্ছায় দান করবেন। সেই সিদ্ধান্ত থেকেই শিশু বিহার স্কুলে কেজি টু তে পড়ুয়া ছাত্রী অনসূয়ার পিতা মাতা মহারাষ্ট্রের নিবাসীনি সংঘমিত্রা শালিগ্রাম মানে জন্য তার মেয়ের চুল পাঠায় lছোট্ট অনসূয়ার মাতা জানান তারা এই কাজটি করতে পেরে খুবই আনন্দিত। ছোট্ট বয়সেই অনসূয়া সমাজের জন্য যে কাজটি করেছে তাতে খুব খুশি পিতা-মাতা সহ গোটা পরিবার। পাশাপাশি তারা সমাজের অন্যান্য মানুষের কাছে আবেদন রাখেন সবাই যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ায়। ছোট্ট অনসূয়ার মাথা ন্যাড়া করে ক্যান্সার আক্রান্ত মহিলাকে চুল দান করার ঘটনায় অনেকেই তার প্রশংসায় পঞ্চমূখ।