জনতার কলম ওয়েবডেস্ক :- ভারত–ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (India-EU FTA) কার্যকর হলে ইউরোপীয় ইউনিয়নে রপ্তানির ক্ষেত্রে ভারতকে আর কোনও কর বা শুল্ক দিতে হবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই চুক্তির ফলে ভারতের রপ্তানি খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
পীযূষ গয়াল জানান, এই মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারত এখন ৫০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি টেক্সটাইল রপ্তানির লক্ষ্য অর্জন করতে পারবে। পাশাপাশি এই উদ্যোগ দেশের মধ্যে বিপুল পরিমাণ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী আরও বলেন, ভারত–ইইউ এফটিএ আন্তর্জাতিক ভূ-রাজনীতির কেন্দ্রবিন্দুতে ভারতকে এনে দাঁড় করিয়েছে। তাঁর কথায়, এই চুক্তির কোনও তুলনা নেই এবং এতে প্রতিযোগিতার প্রশ্নই ওঠে না। তিনি জানান, একসঙ্গে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন একটি শক্তিশালী ‘মাল্টিপ্লায়ার’ হিসেবে কাজ করবে, যা উভয় পক্ষের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে।
পীযূষ গয়াল বলেন, এই চুক্তি ভারতের বৈশ্বিক বাণিজ্য অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক বাজারে দেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বহুগুণে বাড়াবে।

