Site icon janatar kalam

৫০০ বছরের স্বপ্ন বাস্তবায়িত হতে চলছে : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে গোটা দেশ রামময় হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহবানে দেশের প্রতিটি দেবালয়ে সাফাই অভিযান চলছে এর থেকে পৃথক নয় ত্রিপুরা রাজ্যর সবগুলি মন্দির চলছে স্বচ্ছ ভারত অভিযান ১৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে রবিবার সকালে রাজধানীর মন্দিরে অভিযান হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী জানান ৫০০ বছরের স্বপ্ন বাস্তবায়িত হতে চলছে সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে । এই উপলক্ষে গোটা দেশের সাথে রাজ্যে ও রামময় হয়ে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অনুষ্ঠান উপলক্ষে দেশের সমস্ত মন্দিরগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর আহবানে সারা দিয়েই রাজ্যে ও চলছে এই কর্মসূচি এই কর্মসূচি উপলক্ষেই এই সাফাই অভিযানে অংশগ্রহণ করেছেন তিনি।

Exit mobile version