জনতার কলম ওয়েবডেস্ক :- সোমবার উত্তর প্রদেশের সলেমপুরের নির্বাচনী এক জনসভায় অমিত শাহ বলেছেন, বিজেপি-এনডিএ ৪০০ আসন পেতে চলেছে, কংগ্রেস ৪০-এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং অখিলেশ ৪টি আসনও পাবেন না। এই নির্বাচনে রাহুল বাবা এবং অখিলেশ যাদব এই দুই শেহজাদা রয়েছেন, যারা ১২ লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি এবং দুর্নীতি করেছেন।
অপরদিকে, ২৩ বছর ধরে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও, আমাদের নেতা নরেন্দ্র মোদীজি এমন একজন যার বিরুদ্ধে ২৫ পয়সারও অভিযোগ নেই।
তিনি আরো বলেন, ৪ জুনের ফলাফল নিশ্চিত, বিজেপি ৪০০ আসন জিততে চলেছে। ৪ জুন বিকেল ৪টে নাগাদ, রাহুল বাবা সাংবাদিক সম্মেলন করবেন এবং বলবেন ইভিএমের কারণে বিজেপি জিতেছে।
তিনি আরো বলেন, এই অহঙ্কারী জোট আসলে একটি পরিবারবাদী জোট। এই দলগুলির প্রধানদের লক্ষ্য নিজেদের সন্তান, ভাইপোদের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী বানানো।