Site icon janatar kalam

  ৪৭ তম প্রতিষ্ঠা দিবস পালন টি এস ইউর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৯৭৮ সালে দুইদিন ব্যাপী খোয়াইয়ে সম্মেলনের মধ্যদিয়ে প্তহচল শুরু করেছিল বাম উপজাতি ছাত্র সংগঠন টি এস ইউ। প্রতিবছর সংগঠনের জন্মদিন শ্রদ্ধা শপথে পালন করে থাকেন কর্মীরা। এবছর টি এস ইউর ৪৭ তম প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরের মতো এবারো সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় মেলারমাঠ ছাত্র-যুব ভবনে।

পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদ বেদীতে মাল্যদান করেন নেতৃত্ব। প্রতিষ্ঠা দিবসে তাদের স্লোগান শিক্ষা বাঁচাও, রাজ্য বাঁচাও এবং ভবিষ্যৎ বাঁচাও।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি এস ইউর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যরা।

 

 

Exit mobile version