Site icon janatar kalam

৪৫ তম শহীদান দিবস উদযাপন কমরেড গৌতম দত্তের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রয়াত প্রাক্তন বাম বিধায়ক গৌতম দত্তের শহীদান দিবস এবছরও যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয়। বুধবার ৪৫ তম শহীদান দিবস উদযাপন করা হয় আগরতলা মেলারমাঠ ছাত্র- যুব ভবনে। বাম যুব সংগঠনের তরফে হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-র রাজ্য সম্পাদক নবারুন দেব, জয়দীপ রাউত সহ অন্যান্যরা।

বাম যুবরা সকলে প্রয়াত গৌতম দত্ত-র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ডিওয়াইএফআই-র রাজ্য সম্পাদক নবারুন দেব জানান ১৯৮০ সালের ১৮ সেপ্টেম্বর শহিদের মৃত্যু বরণ করেন গৌতম প্রসাদ দত্ত। ত্রিপুরা বিধানসভার কনিষ্ঠ বিধায়ক ছিলেন তিনি। ছিলেন যুব আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। এদিন বিশালগড়েও যুব সংগঠনের তরফে হয় রক্তদান সহ বিভিন্ন কর্মসূচী।

 

 

Exit mobile version