Site icon janatar kalam

৪১ মাইল এলাকায় মাদকবিরোধী অভিযানে সাফল্য, জব্দ ১০ লক্ষ টাকার গাঁজা

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-মুঙ্গিয়াকামী থানার অন্তর্গত একচল্লিশ মাইল এলাকায় নিয়মিত ভ্যাহিকেল চেকিং চলাকালীন পুলিশ একটি বোলেরু গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে। উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন প্রায় ৫২ কেজি বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক অনুমান অনুযায়ী, উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, চেকিং চলাকালীন সন্দেহজনক একটি বোলেরু গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ির ভেতরে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় গাড়ির চালকসহ মোট দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গাঁজা বহনকারী গাড়িটি সিধাই–মোহনপুর এলাকা থেকে আসছিল। উদ্ধারকৃত গাঁজা ও সংশ্লিষ্ট বোলেরু গাড়িটি পুলিশ জব্দ করেছে।

এ বিষয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক রোহন কিশান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক রোহন কিশান, ডিসিএম সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। পুলিশ প্রশাসনের এই সাফল্যে এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার হবে বলে আশাবাদী স্থানীয়রা।

Exit mobile version