Site icon janatar kalam

৩ দফা দাবি আদায়ে এসএফআই’র মিছিল ও শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তিন দফা দাবি আদায়ে এসএফআই-র শিক্ষা ভবন অভিযান। সেইসঙ্গে মিছিল করে শিক্ষা ভবনের সামনে গিয়ে বিক্ষোভ পদর্শন করে এসএফআই নেতা কর্মী সমর্থকরা। বিক্ষোভ ঘিরে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় শিক্ষা ভবনের সামনে। তিন দফা দাবি নিয়ে ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শিক্ষা ভবনের সামনের বিক্ষোভ প্রদর্শন করা হয় শুক্রবার।

তাদের দাবি গুলি হলো নির্দিষ্ট সময়ে কলেজের সেমিস্টার পরীক্ষা নেওয়া, কলেজের একাডেমিক ক্যালেন্ডার সঠিকভাবে কার্যকর করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের আগেছাত্র যুবাদের নিয়ে একটি মিছিল শহরের বিভিন্ন পথপরিক্রমা করে। মিছিল থেকেই বিভিন্ন দাবিতে সরব হয় শিক্ষার্থীরা। শহর ঘুরে শিক্ষাভবনের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি।

সেখানেপুলিশ শিক্ষা ভবনের বাইরে প্রশাসন আন্দোলনকারীদের আটকে দেয়। পরবর্তীতে শিক্ষা ভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে তারা। এই বিক্ষোভ আন্দোলন সম্পর্কে ছাত্রনেতা বলেন, গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। বিভিন্ন কলেজে সেমিস্টার পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আগের সেমিস্টারের রেজাল্ট দেওয়ার আগেই নতুন সেমিস্টারের দিনক্ষণ ঘোষণা করা হচ্ছে। ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

ইউজিসি গাইডলাইন অনুযায়ী তিন মাস ক্লাস করানোর পর একটি সেমিস্টার পরীক্ষা গ্রহণ করা যায়। কিন্তু এখন সেটা হাচ্ছে। না। প্রসঙ্গক্রমে এমবিবি বিশ্ব বিদ্যালয়ের পরিকাঠামো এবং ফ্যাকাল্টি নিয়েও প্রশ্ন তোলা হয় বারবার উচ্চশিক্ষা আধিকারিকদের সঙ্গে দেখা করার চেষ্টা করা হলেও তারা দেখা করতে রাজি নন বলে অভিযোগ তাঁরা। তাই বাধ্য হয়ে এদিনের তারা এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত করেছে।

Exit mobile version