Site icon janatar kalam

৩ দফা দাবির ভিত্তিতে তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের

Oplus_131072

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরাম এর সদস্যরা, মঙ্গলবার তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের অধিকর্তা সকাশে মিলিত হয়েছেন। সময়োপযোগী তিনটি দাবি সনদও ওনার কাছে পেশ করা হয়। ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক অভিষেক দে দাবি হিসেবে বিজ্ঞাপনের হার বৃদ্ধি, ওয়ার্কশপের আয়োজন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর বিষয়ক মিডিয়া বান্ধব বিভিন্ন সরকারি কমিটিতে ফোরামের সদস্যদের অন্তর্ভুক্তি সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত কথা বলেন। ‌

দপ্তর অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রতিটি দাবীর যৌক্তিকতা স্বীকার করে সেগুলো পূরণে যথাযথ উদ্যোগ নেবেন বলে আশা ব্যক্ত করেন। ‌ মঙ্গলবার দুপুরে সৌজন্যমূলক সাক্ষাৎকারে ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের পক্ষ থেকে অধিকর্তা শ্রীভট্টাচার্যকে স্মারক উপহারে সংবর্ধিত করা হয়। ‌

ফোরামের পক্ষ থেকে হীরক গুপ্ত, সুমন মহালানবীশ, সুপ্রভাত দেবনাথ, বাপি রায়, দ্বিপজিৎ আচার্য, গৌতম ঘোষ, অভিষেক চক্রবর্তী, দীপঙ্কর দেব সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন। ফোরামের সাধারণ সম্পাদক অভিষেক দে, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

 

Exit mobile version