Site icon janatar kalam

৩ ডিসেম্বর থেকে পুনরায় উজ্জয়ন্ত প্রাসাদের সম্মুখে উইকেন্ড ট্যুরিস্ট হাব শুরু : পর্যটনমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার দুপুরে সচিবালয়ে রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর অফিস কক্ষে রাজধানী আগরতলার রাজ্য সংগ্রহশালা উজ্জয়ন্ত প্রাসাদ এর সম্মুখভাগে চালু হওয়া সপ্তাহান্তিক পর্যটক কেন্দ্র (উইকেন্ড ট্যুরিস্ট হাব) এর সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ উচ্চস্তরীয় পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী । তিনি এই বৈঠকে উপস্থিত আধিকারিকদের কাছ থেকে এই উইকেন্ড ট্যুরিস্ট হাব চালু হওয়ার পর থেকে এর পক্ষে-বিপক্ষে বিভিন্ন মহল থেকে জনগণের প্রতিক্রিয়া তথা এটি চালু হওয়ার পর উদ্ভূত নানা ধরনের সুবিধা-অসুবিধা, যানজট নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয় সম্বন্ধে বৈঠকে উপস্থিত আধিকারিকদের কাছ থেকে সবিস্তারে অবগত হন এবং এর সাথে সম্পৃক্ত অন্যান্য বিভিন্ন বিষয় খতিয়ে দেখে নিকট ভবিষ্যতের জন্য উপস্থিত আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ ও পরামর্শ প্রদান করেন। এদিনের বৈঠক শেষে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৩ ডিসেম্বর থেকে পুনরায় উজ্জয়ন্ত প্রাসাদের সম্মুখে উইকেন্ড ট্যুরিস্ট হাব শুরু হবে। উইকেন্ড ট্যুরিস্ট হাব উপলক্ষে প্রতি মাসের দ্বিতীয় শনিবার, চতুর্থ শনিবার ও প্রতি রবিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। উইকেন্ড ট্যুরিস্ট হাবে আগরতলা পুরনিগম থেকে রকমারি খাবার সামগ্রী নিয়ে ৩০টি খাবারের গাড়ি থাকবে। আজকের এই বৈঠকে পশ্চিম জেলার পুলিশ সুপার, ট্রাফিক পুলিশের পুলিশ সুপার, সদর মহকুমা শাসক সহ বৈঠকে উপস্থিত আধিকারিকেরা বিভিন্ন বিষয় নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন। আজকের এই গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের অ্যাডিশনাল কমিশনার মুহাম্মদ সাজাদ.পি, ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তপন কুমার দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য্য, পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক সুভাষ চন্দ্র সাহা, সদর মহকুমার মহকুমা শাসক অরূপ দেব, পশ্চিম জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট কিরণ কুমার কে, ট্রাফিক পুলিশের সুপারিনটেন্ডেন্ট মানিক দাস, ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের যুগ্ম অধিকর্তা অনিরুদ্ধ রায়, নির্বাহী বাস্তুকার উত্তম পাল সহ অন্যান্য আধিকারিকেরা।

Exit mobile version