Site icon janatar kalam

৩৬ নম্বর ওয়ার্ড এলাকার রাস্তাঘাট সহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস মেয়র দীপক মজুমদারের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যে কাজগুলি এখনই করা প্রয়োজন সেগুলি দ্রুত গুরুত্ব সহকারে করা হবে। পুর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শনে গিয়ে একথা বললেন বিধায়ক তথা নিগমের মেয়র দীপক মজুমদার। রাস্তাঘাট সহ বিভিন্ন সমস্যা রয়েছে ৩৬ নম্বর ওয়ার্ড এলাকায়।

মঙ্গলবার নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর নিতু গুহ দে সহ সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার।

তাদের সামনে পেয়ে বেহাল রাস্তা ও ব্রিজের জন্য চলাচল করতে সমস্যায় থাকা লোকজন ক্ষোভ জানান। সব জায়গায় ঘুরে দেখে মেয়র জানান, কাঠের বেহাল সেতু বেইলি ব্রিজে রূপান্তর করা হবে। এই কাজ শুরু হবে নভেম্বর মাসে।

এর আগে মানুষ যাতে চলাচল করতে পারে সেজন্য শীঘ্রই ব্রিজটি সংস্কার করে দেওয়া হবে। মেয়র পাশাপাশি জানান, রাস্তা ও বাঁশের সেতুটিও সংস্কার করে দেওয়া হবে। এ জন্য স্থানীয় লোকজনের সহযোগিতা চান তিনি।

 

 

Exit mobile version