Site icon janatar kalam

৩৪৫টি রাজনৈতিক দল বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন

জনতার কলম ওয়েবডেস্ক:- ভারতের নির্বাচন কমিশন (ECI), প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর নেতৃত্বে এবং নির্বাচন কমিশনার ড. সুখবীর সিং সান্ধু ও ড. বিবেক জোশীর উপস্থিতিতে, ৩৪৫টি নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দল (RUPPs)-কে তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এই দলগুলি ২০১৯ সাল থেকে গত ছয় বছরে একটিও নির্বাচন লড়েনি এবং এদের অফিস দেশের কোথাও খুঁজে পাওয়া যায়নি। এই ৩৪৫টি দল দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে।

কমিশনের নজরে এসেছে যে বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত ২,৮০০-এর বেশি নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দলের (RUPPs) মধ্যে অনেক দল এমন রয়েছে যারা এই তালিকায় থাকার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। সেই কারণে নির্বাচন কমিশন দেশব্যাপী একটি বিশেষ অনুসন্ধান চালিয়ে এমন ৩৪৫টি দলকে চিহ্নিত করেছে। যেন কোনো দল অন্যায়ভাবে বাদ না পড়ে, সেই জন্য সংশ্লিষ্ট রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী কর্মকর্তাদের (CEO) নির্দেশ দেওয়া হয়েছে যে তারা সংশ্লিষ্ট দলগুলিকে শোকজ নোটিশ জারি করবেন এবং পরে সেই দলগুলিকে নিজেদের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হবে। চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের নির্বাচন কমিশন গ্রহণ করবে। ভারতে রাজনৈতিক দল (জাতীয়/রাজ্য/নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দল) নির্বাচন কমিশনের অধীনে ১৯৫১ সালের “জনপ্রতিনিধিত্ব আইন” ধারা ২৯৭ অনুযায়ী নিবন্ধিত হয়। এই ধারার অধীনে কোনো সংগঠন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধিত হলে তারা কর ছাড় সহ বিভিন্ন সুবিধা পেয়ে থাকে।

এই উদ্যোগ রাজনৈতিক ব্যবস্থাকে পরিষ্কার এবং শৃঙ্খলিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। এমন সব দল যারা ২০১৯ সাল থেকে লোকসভা বা রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা বা উপনির্বাচনে অংশগ্রহণ করেনি এবং যাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, তাদের তালিকা থেকে বাদ দেওয়াই এই প্রচেষ্টার লক্ষ্য। এই প্রথম ধাপে ৩৪৫টি নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দল (RUPPS) চিহ্নিত হয়েছে এবং এই কার্যক্রম ভবিষ্যতেও চলবে রাজনৈতিক ব্যবস্থাকে স্বচ্ছ ও কার্যকর রাখার লক্ষ্যে। ভারতের নির্বাচন কমিশন এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছে।

Exit mobile version