জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম কুঞ্জবন এডিসি ভিলেজে এক বাজার সভার আয়োজন করা হয় উক্ত সভায় এলাকার বিভিন্ন অংশের মানুষের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। সভার সমাপ্তিতে পরিলক্ষিত করা গেল শাসক দল বিজেপির শক্তি বৃদ্ধির প্রমাণ কেননা এদিন ৩৩ পরিবারের ৯৭ জন জনজাতি ভোটার বিভিন্ন দল ত্যাগ করে যোগদান করে ভারতীয় জনতা পার্টির পতাকার তলে।
নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপিতে স্বাগত জানান বিধায়ক পিনাকী দাস চৌধুরী, মণ্ডল সভাপতি নিতাই বল সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন, “বিজেপির জনকল্যাণমূলক নীতি ও শক্তিশালী নেতৃত্বের প্রতি মানুষের আস্থা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই সমাবেশ আয়োজন করছি এবং এতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, আগামী দিনে বিজেপি আরও শক্তিশালী হয়ে রাজ্যের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবে।” এ দিনের সভায় উপস্থিত জনজাতি অংশের মানুষদের উপস্থিতি ছিল লক্ষণীয়।