Site icon janatar kalam

৩১ বিলিয়ন ইউরো বাণিজ্যসহ দ্বিগুণ সম্পর্ক চায় জার্মানি, প্রশংসা ভারতের উদ্ভাবনী শক্তির

জনতার কলম ওয়েবডেস্ক :- বৃহস্পতিবার, জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডেফুল ভারতের দ্রুত অগ্রসর প্রযুক্তি খাতের প্রশংসা করেছেন এবং বার্লিন ও নয়াদিল্লির মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

ওয়েডেফুল বলেন, “আমাদের অর্থনীতি, বিশেষ করে, আরও সম্প্রসারণ করলে অনেক উপকৃত হবে। আমি গতকাল বেঙ্গালুরুর সফরে দেখেছি যে ভারত এখন একটি উদ্ভাবনী শক্তি এবং প্রযুক্তি কেন্দ্র হিসেবে কতটা এগিয়েছে।” তিনি ভারতের বৈশ্বিক কৌশলগত গুরুত্বকেও বিশেষভাবে তুলে ধরেছেন। দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কারের সঙ্গে বৈঠকে ওয়েডেফুল আন্তর্জাতিক চ্যালেঞ্জ, বিশেষ করে চীনের ক্রমবর্ধমান আগ্রাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি রক্ষাকক্ষ, নিরাপত্তা ও অস্ত্র সরবরাহে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।

ওয়েডেফুল আরও বলেন, “ভারত ও জার্মানি একটি নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষার লক্ষ্য ভাগ করে নেয়, যার মধ্যে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সমুদ্র বাণিজ্যের স্বাধীনতা গুরুত্বপূর্ণ। আমরা রক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চাই, যেমন যৌথ মহড়া বা দ্রুত রপ্তানি লাইসেন্স প্রক্রিয়া। ইন্দো-প্যাসিফিকের নিরাপত্তা ইউরোপের নিরাপত্তার সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত। রাশিয়ার চলমান আগ্রাসন আমাদের সবচেয়ে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ।” ভারত আয়োজিত এআই সামিট প্রসঙ্গে তিনি ভারতের নতুন প্রযুক্তিতে নেতৃত্বের আকাঙ্ক্ষা প্রশংসা করেন।

দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসঙ্গে ওয়েডেফুল বলেন, “ভারত ও জার্মানি ইতিমধ্যেই বৈশ্বিক বাণিজ্যের শীর্ষ লিগে রয়েছে। প্রায় ৩১ বিলিয়ন ইউরোর বাণিজ্যসহ জার্মানি ভারতের সঙ্গে সম্পর্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখে। আমরা এটি দ্বিগুণ করতে চাই এবং ভারতের অনুরূপ আশাবাদী মনোভাব দেখে আনন্দিত।” ওয়েডেফুল এই সফরে দুই দিনের জন্য ভারতে রয়েছেন, যা চ্যান্সেলর ফ্রিডরিখ মেরজের সরকার ক্ষমতায় আসার পর তাঁর প্রথম ভারত সফর।

Exit mobile version