janatar kalam

৩০০ ভোটার বিজেপির পতাকা তলে শামিল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিপিআইএম দলের প্রতি সিপিআইএমের একনিষ্ঠ কর্মী সমর্থকরাই বিরক্ত হয়ে পড়েছে। তার জন্য সারা রাজ্যে সিপিআইএম দল ত্যাগ করে বিভিন্ন মানুষ বিজেপির পতাকাতলে শামিল হচ্ছে। বললেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। বুধবার বিশালগড় মন্ডলের ১০৩ পরিবারের প্রায় ৩০০ জন ভোটার সিপিআইএম দলত্যাগ করে বিজেপি পতাকাতলে সামিল হয়েছে। এদিন যোগদান সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুশান্ত দেব। মূলত বিধায়ক সুশান্ত দেবের কর্মউদ্যোগের কারণেই বিশালগড় মন্ডলে দলত্যাগের হিড়িক চলছে।

 

 

 

Exit mobile version