Site icon janatar kalam

৩রাজ্যে বিজেপির বিপুল জয়ের উল্লাসে বীরচন্দ্র মনুতে বিজয় মিছিল পার্টির কর্মীদের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপির বিপুল জয়ের উল্লাসে গেরুয়া ঝড় বইছে বীরচন্দ্র মনু ও মন পাথর সাপ্তাহিক বাজারে। রাজস্থান ,মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড়ে বিজেপির বিপুল জয়ের উল্লাসে শনিবার শান্তিরবাজার মহকুমায় বিভিন্ন স্থানে মিছিল সংঘটিত হয় । বীরচন্দ্র মনু বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করেছে ।এদিনের মিছিল থেকে বিজেপি কর্মী সমর্থকরা উপজাতি অধ্যুষিত এলাকা গুলিতে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে । উপজাতি এলাকার সংরক্ষিত কুড়িটি আসনে বিজেপির জয় নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে বিজেপি দল । তাদের লক্ষ্য যে করেই হোক সংরক্ষিত কুড়িটি আসনে জয় নিশ্চিত করতে হবে ।

 

 

Exit mobile version