Site icon janatar kalam

২.৯ কোটি টাকার গাঁজা চাষে হামলা আসাম রাইফেলস-এর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে এক বড় ধরনের অভিযানে, আসাম রাইফেলস-এর। সোমবার শেষ সন্ধ্যায় ত্রিপুরার সিপাহিজলা জেলার বিজয়নগরের এলাকায় প্রায় ৭৫,০০০ গাঁজা গাছ সফলভাবে ধ্বংস করে। কাস্টম প্রিভেনটিভ ফোর্স, সোনামুড়া এবং জেলা পুলিশ সদর দপ্তর, সিপাহিজালার প্রতিনিধিদের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ে পরিচালিত এই অভিযানে অবৈধ মাদক ব্যবসার উপর একটি উল্লেখযোগ্য আঘাত এনেছে।

আনুমানিক ২.৯ কোটি টাকার ধ্বংস করা বাগানটি দুটি ভিন্ন স্থানে ১০০ একর জমিতে ছড়িয়ে ছিল। এই সমন্বিত পদক্ষেপ মাদক পাচারের হুমকি দমন এবং মাদকমুক্ত সমাজ নিশ্চিত করার জন্য নিরাপত্তা বাহিনীর প্রতিশ্রুতির প্রতি জোর দেয়।

আইন প্রয়োগকারী সংস্থাগুলির সহযোগিতায়, আসাম রাইফেলস, মাদক চাষ এবং পাচারের বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টায় সজাগ রয়েছে। এই ধরনের অভিযান আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি অবৈধ মাদক ব্যবসার প্রতিকূল প্রভাব থেকে অঞ্চলটিকে রক্ষা করার জন্য নিরাপত্তা বাহিনীর সংকল্পকে পুনঃনিশ্চিত করে।

Exit mobile version