Site icon janatar kalam

২৬ সেপ্টেম্বর গণ অবস্থান করবে ক্ষেতমজুর ইউনিয়ন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে কাজ ও খাদ্যের তীব্র সংকট চলছে বলে অভিযোগ করেছে ত্রিপুরা রাজ্য খেতমজুর ইউনিয়ন। এই দাবি নিয়ে ২৬ সেপ্টেম্বর শ্রম দপ্তরের সামনে গণ অবস্থান করবে ফেতমজুর ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটি। সাংবাদিক বৈঠকে জানিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী ভানু লাল সাহা |শ্রী সাহা জানান গত ছয় বছরে রাজ্যের অর্থনৈতিক অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। রেগা শ্রমিকদের কাজ নেই, পাহাড়ে উপজাতিরা খাদ্যের জন্য হাহাকার করছে। এই পরিস্থিতিতে রাজ্যের বিজেপি আইপি একটি জোট সরকারের কোন হেলদোল নেই। বাজেট বৃদ্ধি করেছে বলে ঢাক ডোল পেটালেও অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। যার পরিপ্রেক্ষিতে খেতমজুর ইউনিয়ন রাজ্যব্যাপী গণ আন্দোলন তৈরি করতে প্রস্তুতি নিচ্ছে।

Exit mobile version