জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ২৫ নভেম্বর দ্বিতীয় রাজ্য সম্মেলন করতে চলেছে পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা। ২৫ নভেম্বর সকাল ১১ টায় রাজধানীর সুকান্ত একাডেমিতে এই সম্মেলনের উদ্বোধন করবেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। উপস্থিত থাকবেন বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং ,ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশের রাজ্য সম্পাদক নীলরতন সরকার প্রমুখ। এই সম্মেলনে সংগঠনের দাবি দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে । সম্মেলনে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ১ লক্ষ ১ টাকা দান করা হবে। বৃহস্পতিবার রাজধানীর দুর্গা চৌমুহনীর বিপনী বিতানস্হিত পাওয়ার ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন ত্রিপুরার কার্যালয়ে আহুত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সংগঠনের সভাপতি কৃষ্ণ পদ সরকার।