Site icon janatar kalam

২৪ এর আগে যুবকবাহিনীকে ঘরে ঘরে যাওয়ার আহবান মানিকের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-২৪ লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে জয়ের লক্ষ্যে মানুষের ঘরে ঘরে যুবকদের সংযোগ স্থাপন করার জন্য আহ্বান রাখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বলেন বিপদগামী যুবকরা ঘরে ফেরার সাহস পাচ্ছে না। তাদেরকে ঘরে ঘরে গিয়ে সাহস যুগিয়ে বের করে এনে প্রথম সারিতে হাঁটতে দিন। তবেই চাঙ্গা হয়ে উঠবে যুবসংগঠন। মানুষ যে ভুল করেছিল তার মাশুল এখন গুনতে শুরু করেছে। এই জায়গা থেকে শোষিত বঞ্চিত মানুষদের ফিরিয়ে আনার আহ্বান রেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুক্রবার রাজধানীতে যুব সম্মেলন উপলক্ষে আয়োজিত হয়েছে এক রেলি। রেলিটি শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে এসে মিলিত হয় প্রকাশ্য সমাবেশে। এখানে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব ও ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। ডি ওয়াই এফ আই, টি ওয়াই এফ যৌথভাবে এদিন এই প্রকাশ্য সমাবেশের আয়োজন করেছিল। উপস্থিত ছিলেন টিওআইএফ এর নেতৃবৃন্দও।

Exit mobile version