Site icon janatar kalam

২৪৭ রানে দিন শেষ প্রোটিয়াদের; তিন উইকেট কুলদীপের

Kuldeep Yadav of India celebrates the wicket of Tristan Stubbs of South Africa during the Day 1 of the 2nd Test match between India and South Africa at ACA Stadium, Guwahati, India, on November 22, 2025. Photo: Surjeet Yadav / CREIMAS for BCCI

জনতার কলম স্পোর্টস ডেস্ক :- দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন গুয়াহাটির বারেরাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আজ স্টাম্প্সের সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ২৪৭ রান। আজ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। শুরুটা ভালো করলেও ভারতের স্পিন ও পেস আক্রমণের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারায় অতিথি দল।

ভারতের পক্ষে আজ সবচেয়ে সফল বোলার কুলদীপ যাদব, তিনি একাই শিকার করেন ৩ উইকেট। এছাড়া যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নেন। এই ম্যাচে ভারত দলকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্ত, কারণ নিয়মিত অধিনায়ক শুভমান গিল ঘাড়ের চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন।

উল্লেখ্য, কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা ভারতকে ৩০ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে।

 

Exit mobile version