জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-লোকসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই রাজ্যের বিভিন্ন জায়গায় দলবদল চলছে। কোথাও ভাঙছে বিরোধী শিবির। আবার কোথাও শাসক দল বিজেপি। শনিবার ফের বিরোধী শিবিরের যুব অংশের মধ্যে ভাঙন। এদিন কমলাসাগর, বাধারঘাট, আগরতলা সহ ৬ টি মণ্ডলে বিরোধী শিবির ছাড়লেন ২৩ পরিবার। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় বিজেপি যুব মোর্চার তরফে যোগদান সভা।
উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রানা ঘোষ সহ অন্যরা। ছটি মন্ডলের ২৩ পরিবারের ১৫৭ জন যুবক বিভিন্ন দল ছেড়ে ভারতীয় জনতা যুব মোর্চায় যোগদান করেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনের ৫ দিন আগে এভাবে যুব অংশের দল ছাড়ার ফলে চিন্তার ভাঁজ বিরোধী শিবিরে।